আজ রাতে কোনো রুপকথা নেই/Aaj Raate Kono Rupkotha nai

আজ রাতে কোনো রুপকথা নেই/Aaj Raate Kono Rupkotha nai

0
67

কন্ঠঃ মোবাশ্বের চৌধুরী
কথাঃ এস এম আহসানুস সাকিব
ব্যান্ডঃ ওল্ড স্কুল
/Old School – Aaj Raate Kono Rupkotha

আজ রাতে কোনো রুপকথা নেই/Aaj Raate Kono Rupkotha nai Lyric

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া হামি

রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ

কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ
সে ঘোড়া

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি

আজ রাতে কোনো রুপকথা নেই/Aaj Raate Kono Rupkotha nai

কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে

আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় যে নেই কোনো

আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিনবাদটা, একলা বসে
আছে সাগর তীরে

সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি

কেড়ে নিলো কে সেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here