Dhushor Shomoy/Artcell

0
108

Album: The Platform Live: Artcell (Season 1, Vol.1)
Artists: The Platform Live, Artcell
Released: 2022

Lyrics

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে, হে…

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে, হে…

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে

জীবনের কাঁটাতারে তুমি
অন্ত্যমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

তবু আমি…

কী খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দু’জনার শরীর মেশাই
কী খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দু’জনার শরীর মেশাই

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে

জীবনের কাঁটাতারে তুমি
অন্ত্যমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

জীবনের কাঁটাতারে তুমি
অন্ত্যমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

তবু আমি…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/nsitbd/songlyric.xyz/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/nsitbd/songlyric.xyz/wp-includes/functions.php on line 5464