Ayub Bachchu – Nodir Buke Chand | নদীর বুকে চাঁন্দ | A Tribute To Legend Ayub Bachchu | Sangeeta
নদীর বুকে চাঁদ পড়েছেNodir Buke Chand” Lyrics-Lyric
নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়
নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়
উথাল পাথাল এইকুল ওকুল
দুই কুলে কেহ নাই
নদীর পাঁড়ে কাশেরফুল
আকাশ বাইয়া পাখি যায়।
এই আমার দুই চোখে
তবু তোমার রুপের
চমকে চমকায়
নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়
নাও ছুটেছে ঢেউয়ে ঢেউয়ে
তুমি আমি সঙ্গী নাই
জোড়াতালির ছেড়া পালে
দুষ্টু হাওয়া ঢেউ খেলায়
এই আমার দুই চোখে
তবু তোমার রুপের
চমকে চমকায়
নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়
নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়