27 C
Dhaka
Thursday, November 21, 2024

Buy now

অনিকেত প্রান্তর | Oniket Prantor – Artcell | Lyrics

- Advertisement -

#Song: Oniket Prantor
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics

তবুও এই দেয়ালের শরীরে
যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রঙ
আকাশের মতন অকস্মাৎ
নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেনো পথ ভেঙে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যাবচ্ছেদ

তবুও এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যাবচ্ছেদ

তবুও এই দুটি কাঁটাতারে শহরের মত করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে

তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দুটো দেশে

মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর
অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে
এখানে সরণির লেখা নেই নাম কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে.. নির্জন… অনিকেত… প্রান্তর…..

তবুও তোমার ভাঙা স্মৃতি
ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে যত লেখা
মানুষের দেয়ালে দেয়াল বেঁড়ে ওঠে কাঁটাতার
এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
জড় পাথরে লেখা নাম শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবুও অনিকেত এই প্রান্তরে
এখানে এখনও শরতের
প্রচুর বাতাসে সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত
কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত
এক অচেনা… স্মৃতি… মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর ঝুলে আছি
নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর….?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles